মস্কোয় বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত ফিনল্যান্ড, প্রতিবাদ
হেলসিংকি: বিদেশে দূতাবাস বিষয়ক কার্যক্রমে বাংলাদেশ সরকার ফিনল্যান্ডকে স্টোকহোম থেকে সরিয়ে মস্কোর বাংলাদেশ দূতাবাসের এখতিয়ারে স্থানান্তরিত করেছে।
এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।
এর আগে ফিনল্যান্ডের জন্য বাংলাদেশ দূতাবাসের যাবতীয় কর্মকাণ্ড সুইডেনের স্টোকহোমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যুক্ত ছিল।
এই আকস্মিক স্থানান্তরের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ডের হেলসিংকিতে বসবাসরত নাজমুল হাসান লিটন ও সাজিদ খান জনি বলেন, নব্বই দশকেও মস্কো দূতাবাসের সাথে ফিনল্যান্ড সংযুক্ত ছিল। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে ফিনল্যান্ডকে স্টোকহোমে দূতাবাসের আওতায় আনা হয়। সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশি প্রবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশের নয়া দূতাবাস খোলা হয়। কোপেনহেগেনের এই দূতাবাসের সঙ্গে আইসল্যান্ডকে সংযুক্ত করা হয়েছে।
আর লাটভিয়াকে আনা হয়েছে স্টোকহোম দূতাবাসের আওতায়।
এর আগে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ডের এই ৫টি দেশ স্টোকহোমস্থ বাংলাদেশ দূতাবাসের এখতিয়ারে ছিল।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম