কূটনৈতিক তৎপরতায় ফিনল্যান্ড বিএনপি
অর্থ মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত ফিনিশ উপপ্রধানমন্ত্রী ও ফিনল্যান্ড সোস্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আনত্তি রিন্নের সাথে সঙ্গে দেখা করেছেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার। গেল সপ্তাহে ফিনল্যান্ডের ভানতায় এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড সোস্যাল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতা রনবীর সদহী ও মিসেস তারিয়া একলুন্দ।
প্রসঙ্গত, বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের ইস্যুতে ইইউভূক্ত দেশ ফিনল্যান্ডকে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষে ফিনল্যান্ড বিএনপি ইউরোপের এ দেশটিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক চিত্র তুলে ধরতে এ ধরনের তৎপরতা চালিয়ে আসছে।
কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে ফিনল্যান্ড বিএনপির নেতারা ইতিমধ্যে ফিনিশ পার্লামেন্টের স্পিকার এরো হেইনা লুয়মা ও পররাষ্ট্রমন্ত্রী এরক্কি তুয়মিয়য়ার সঙ্গে একাধিকবার সাক্ষাতে মিলিত হয়েছেন।
এদিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় ফিনল্যান্ড সোস্যাল ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী পার্লামেন্ট মেম্বার মিসেস মারিয়া গুজেনিনার সঙ্গেও সাক্ষাত করার করেছেন ফিনল্যান্ড বিএনপির একটি প্রতিনিধি দল। প্রেস বিজ্ঞপ্তি। একে/
নিউজবাংলাদেশ.কম