সৌদিতে করোনায় প্রাণ গেল বাংলাদেশির
সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল ইসলাম ভূঁইয়া। রোববার রাতে রিয়াদের একটি হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
মৃত রফিকুল ইসলাম লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৯নং ওয়ার্ডের সরকারি কলেজসংলগ্ন মৃত আলী আহম্মদের ছেলে।
মৃত প্রবাসীর স্ত্রী রওশন আরা বেগম জানান, রফিকুল ইসলাম গত ২৬ বছর ধরে সৌদি আরবের রিয়াদে গাড়িচালকের চাকরি করতেন। তাদের দুই ছেলের মধ্যে এক ছেলে সৌদি আরবে ও আরেক ছেলে ইতালিফেরত বাড়িতেই রয়েছেন।
শনিবার ডায়াবেটিস, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে চিকিৎসাধীন তিনি মারা যান। বতর্মানে স্বামীর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান তিনি।
রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীন রাসেল বলেন, প্রবাসী রফিক ভাইয়ের মৃত্যুতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। কীভাবে তার মৃতদেহ দেশে আনা যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি