মালয়েশিয়ায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশি ফিরবেন বুধবার
মালয়েশিয়ায় আটকে পড়া ১৫৮ জন বাংলাদেশি আগামীকাল বুধবার (১৩ মে) দেশে ফিরবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে গ্রিন ডেল্টা ইনসুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট।
করোনার মহামারি পরিস্থিতিতে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের এটিই প্রথম ইভাকুয়েশন। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জিডি অ্যাসিস্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজনের মৃতদেহসহ ১৫৮ জন বাংলাদেশিকে নিয়ে ১৩ মে বিশেষ ফ্লাইট সকাল সাড়ে ১১টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরত আসার জন্য সেদেশে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে। জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ শুরু করে।
জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘জিডি অ্যাসিস্ট গর্বিত যে, এই করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।’
মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘আটকে পড়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের পর জিডি অ্যাসিস্ট কুয়ালালামপুরের দুইটি বিখ্যাত হাসপাতালে সব যাত্রীদের কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার ব্যবস্থা করে।’
নিউজবাংলাদেশ.কম/ডি