News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৮, ৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০৭, ১৭ জানুয়ারি ২০২০

টাইগারদের বিজয়ে বিশিষ্টজন

সঙ্কটেও আশা জাগিয়েছে, বাংলাদেশ এগুবেই

সঙ্কটেও আশা জাগিয়েছে, বাংলাদেশ এগুবেই

ঢাকা: “কেবল ক্রিকেটে নয়, সব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের এ বাংলাদেশ পিছিয়ে থাকবে না। সঙ্কটময় মুহূর্তেও ক্রিকেটের এ বিজয় আমাদের মাঝে আশা জাগিয়েছে।”

ক্রিকেটের জনক হিসেবে খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের বিজয়কে এভাবেই মূল্যায়ন করছেন দেশের বিশিষ্টজন। তাদের মতে, ক্রিকেটে বাংলাদেশের জয় এগিয়ে যাওয়ার অন্যতম প্রমাণ।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন,“ইংল্যান্ডকে হারানো চাট্টিখানি কথা না। এটা অনেক বড় একটা বিজয়। এ বিজয় আমাদেরকে উৎসাহিত করে। আমরা এগিয়ে যাবো, এটা তারই প্রমাণ।”

সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “সত্যিই আমাদের ছেলেরা ভালো করছে। এ ভালোর ধারা অব্যাহত রাখতে হবে। আমরা আরও ভালো করতে পারি যদি দেশে সুন্দর ও সহনশীল পরিবেশ সৃষ্টি করা যায়। আমাদের অনেক ট্যালেন্ট আছে, তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগালেই আমাদের এগিয়ে যাওয়া কেউ রুখতে পারবে না।”

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, “সঙ্কটময় মুহূর্তে বাংলাদেশের এ বিজয় অত্যন্ত আনন্দের সংবাদ। আমাদের মাঝে আশা জাগিয়েছে। এমন বিজয় আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ বিজয় এবং আগামীর সিটি করপোরেশন নির্বাচন রাজনৈতিকভাবে ইতিবাচক জানালা খুলতে পারে। এ বিষয়ে আমি প্রচণ্ড আশাবাদী।”

নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, “মাশরাফিরা তাদের বিজয়কে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে দারুণ কাজ করেছেন। আজ এ বিজয়ের মাধ্যমে আমরা আরও একধাপ এগিয়ে গেছি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে একটা কনসিসটেন্স এসেছে। এটা ধরে রাখতে পারলে পরবর্তী ম্যাচেও আমরা জিতে যাবো।”

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, “এ প্রজন্ম  দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বিষয় আমাদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের মতো শক্তিশালী টিমকে যেহেতু আমরা হারিয়েছি, আমরা অনেক দূর এগিয়ে যাবোই।”

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, “আমি তো ধন্য। মাশরাফিদের চেতনাকে আমি শ্রদ্ধা করি। যথেষ্ট হয়েছে। যথেষ্ট করেছে বাংলাদেশ। এরপর হেরে গেলেও আর আপত্তি নেই। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবেই।”

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “বাংলাদেশ যে এগুচ্ছে এটা তার প্রমাণ। পর্যবেক্ষণ করা গেলে দেখা যাবে অন্যরা যে শক্তি নিয়ে চ্যাম্পিয়ন হয়, সে লেভেলে বাংলাদেশ চলে এসেছে। বাংলাদেশের বিশ্বকাপ জেতা আর বেশি দূরে নয়।”

নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়