News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার হুমকি প্রতিমন্ত্রীর!

যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার হুমকি প্রতিমন্ত্রীর!

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু যুক্তরাষ্ট্রের এক নাগরিককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শামীমুন নাহার লিপি নামে বাংলাদেশি বংশোদ্ভূত এ নারী এর পরিপ্রেক্ষিতে আইনের আশ্রয় নিতে যাচ্ছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগের পাশাপাশি বিপুকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন তিনি। জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসকেও। নোটিশের জবাব না পেয়ে শিগগিরই মামলা করবেন বলেও জানান লিপি।
 
লিপির আইনজীবী মাসুদ রানা স্বাক্ষরিত এ লিগ্যাল নোটিশ বিপুর ঠিকানায় পাঠানো হয় গত ৮ ফেব্রুয়ারি। এতে বলা হয়, প্রতিমন্ত্রী বিপুর লোকজন লিপির ওপর বিভিন্ন সময় হামলা চালায়। তারা তাকে হত্যারও হুমকি দিয়েছে। ২০১০ সালের ৫ অক্টোবর লিপির বিরুদ্ধে র‌্যাবের মাধ্যমে ইয়াবা মামলাও দেয়া হয়। লিপির দাবি, এ মামলাটি বিপুর প্ররোচনায় হয়েছে বলে র‌্যাবের এডিজি কর্নেল জিয়াউল আহসান তার কাছে স্বীকার করেন। পরের বছর ২০১১ সালের ৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন লিপি। সে সম্মেলনে বিপুর লোকজন হামলা চালায়। পরের বছর ২০১২ সালের ১ জুলাই লিপি দ্বিতীয়বার একটি সংবাদ সম্মেলন করেন। সেখানেও বিপুর লোকজন লিপিকে হত্যার হুমকি ও ভয় দেখায় বলে জানান তিনি। লিপির থাইরয়েড সমস্যাকে মাদক রিপোর্ট বলে বিপু অপপ্রচার করেছেন বলেও এ নোটিশে অভিযোগ করা হয়।
 
লিপি জানান, তার ছোট বোন ডেইজির স্বামী ইবনুল হাসান খোকনের বন্ধু বিপু। পারিবারিক সমস্যার সূত্র ধরেই লিপির পেছনে লাগে বিপু। তার নজর পড়ে লিপির বাবার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তির ওপর। প্রতিমন্ত্রী বলেই তিনি এমন দাপট দেখিয়ে যাচ্ছেন বলে দাবি করেন লিপি। আর তাই একের পর এক বিভিন্ন প্রক্রিয়ায় লিপিকে হয়রানি করেন বিপু। উপায় না দেখে লিপি বিপুর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেন বলে জানান।
 
তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বলেন, “প্রধানমন্ত্রীকে আমি এ বিষয়ে লিখিতভাবে জানিয়েছি। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও গেছি। তিনি কিছু করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেছেন, আমি তো চুনোপুটি। তিনিও আমাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে বলেন।”
 
এদিকে লিগ্যাল নোটিশ পাওয়ার পরে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীনকে দিয়ে বিপু ফোন করান বলে জানান লিপি। ফোনে তাকে বনানী ডিওএইচএসের একটি বাসায় গিয়ে বিপুর সঙ্গে দেখা করতে বলেন। লিপি প্রথমে যেতে না চাইলে বিপু জোর প্রয়োগ করে তাকে সেখানে যেতে বাধ্য করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি আইনজীবীসহ ১২ জন শুভাকাঙ্খী নিয়ে বিপুর সঙ্গে দেখা করতে যান লিপি।  সেখানেও তাকে বিপু হুমকি দেন বলেন জানান লিপি। বিপুর বিরুদ্ধে মামলা না করার হুমকিও দেন।
 
লিপির অভিযোগ, “আমি দেখা করতে গেলে বিপু আমাকে পাগল ও চরিত্রহীনা আখ্যায়িত করেন। আলোচনায় বসেও বারবার বিপু হুমকি দিয়েছেন। তিনি আমার চারিত্রিক বিষয় নিয়েও অশালীনভাবে মন্তব্য করেছেন। একইসঙ্গে বলেছেন, এতোদিন যা করেছি, এটা কিছুই না। আপনি যদি আমার নামে মামলা করতে যান, তাহলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেখে নিবো।”
 
মার্কিন নাগরিক হওয়ায় এসব বিষয় মার্কিন দূতাবাসেও জানান লিপি। গত ১৫ মার্চ দূতাবাসে এমন অভিযোগ নিয়ে গেলে তারা উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বলে জানা যায়।
 
এদিকে লিপি জানান, গত বছরের ২৪ আগস্ট রাজধানীর খিলগাঁয়ে লিপির পৈত্রিক বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগায় বিপুর লোকজন। তারা ঘরে আগুন লাগিয়ে দিলে আমেরিকা থেকে আনা লিপির সোফাসেট পুড়ে যায়। বাসা থেকে মূল্যবান সামগ্রীও চুরে করে নিয়ে যায় বিপুর লোকজন। এ বিষয়ে মামলা করতে গেলে রামপুরা থানা প্রতিমন্ত্রী বিপুর নাম শুনে মামলা নিতে অস্বীকৃতি জানায়।
 
লিপির অভিযোগের সূত্রে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে যোগাযোগ করে নিউজবাংলাদেশ.কম। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। একপর্যায়ে তিনি বলেন, “আমি দেশের বাইরে আছি। এসব বিষয়ে পরে কথা বলবো।”

যোগাযোগ করলে র‌্যাবের এডিজি কর্নেল জিয়াউল আহসান নিউজবাংলাদেশ.কমকে বলেন, “কারও প্ররোচনায় র‌্যাব মামলা করে না। র‌্যাব যেসব মামলা করে তা দেশের প্রচলিত আইন ও দণ্ডবিধি অনুসরণ করেই করে থাকে।”

বিপুর প্ররোচনায় তার বিরুদ্ধে ইয়াবার মামলা করা হয়েছে-- শামীমুন নাহার লিপির এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে কর্নেল জিয়া বলেন, “তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

নিউজবাংলাদেশ.কম/এমএ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়