News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:০৬, ২৫ জানুয়ারি ২০২০

‘খালেদা সব বাজে কথা বলছেন’

‘খালেদা সব বাজে কথা বলছেন’

ঢাকা: বোমা মেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন মিথ্যাচার করছেন। এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। দুজনেই খালেদা জিয়ার আন্দোলনকে ‘জঙ্গি তৎপরতা’ বলে আখ্যায়িত করেন। তারা বলেন, বিএনপি জঙ্গি সংগঠন, তাদের সঙ্গে কোনো আপোষ নেই।
 
শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শেষে নিউজবাংলাদেশ.কমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন কথাই বলেন তারা।
 
শেখ সেলিম বলেন, “আন্দোলনের নামে বিএনপি কী করছে, সেটা দেশবাসী জানে। বিএনপি-জামায়াত এক হয়ে বোমা মেরে মানুষ হত্যার ষড়যন্ত্রে নেমেছে। তারা ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। তাদের সঙ্গে আবার আপোষ কী?”
 
একই সুরে কথা বলেছেন এইচ টি ইমামও। তিনি বলেন, “খালেদা জিয়ার মিথ্যাচার এখন দেশবাসী জানে। তিনি সব বাজে কথা বলছেন। তার কথার কোনো ভিত্তি নেই। এসব এখন আর মানুষ বিশ্বাস করে না। তার আন্দোলনেও মানুষের সাড়া নেই। বিএনপির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে কখনো আপোষ হতে পারে না।”
 
খালেদা জিয়ার পঞ্চদশ সংশোধনী বাতিলের আহ্বান উড়িয়ে দিয়ে শেখ সেলিম বলেন, “এসব আহ্বান জানিয়ে আর কী লাভ? তিনি ইচ্ছেমতোন মানুষ মারবেন, আর বসে বসে নানা আহ্বান জানাবেন-- এটা তো হতে পারে না। তত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে। অবৈধ বিষয়কে তো আমরা পুনরায় স্থাপন করতে পারি না। খালেদা জিয়ার আদালত অবমাননা করার অভ্যাস আছে কিন্তু আমরা আদালতের রায়ের ঊর্ধ্বে যেতে পারি না। আমরা অবৈধ জিনিস বৈধ করতে পারি না।”
 
বিএনপির সঙ্গে ‘আন্তর্জাতিক সন্ত্রাসীদের সম্পৃক্ততা আছে’ বলে অভিযোগ করেন এইচ টি ইমাম। তিনি বলেন, “ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে খালেদা জিয়া ও বিএনপির সম্পৃক্ততা আছে। আইএসের সঙ্গেও তাদের যোগাযোগ আছে। তাদের নির্দেশেই তারা মানুষ মারার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি এখন আর কোনো নিজস্ব আন্দোলন করছে না। যা করছে সবই জঙ্গিদের নির্দেশে করছে।”
 
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার কাজই মিথ্যচার করা। আজ যে সংবাদ সম্মেলন করেছেন, সেটাও মানুষকে দেখানোর জন্য করেছেন। বিদেশি বন্ধুরা খালেদাকে জঙ্গি, জামায়াত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের কথায়ও সাড়া দেননি। আগে জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করতে হবে। তারপর আমরা ভেবে দেখবো, তার সঙ্গে কথা বলা যায় কি না।”
 
এদিকে, শেখ সেলিমও বলেন, “আন্দোলন তো আমরাও করেছি। কিন্তু আমাদের আন্দোলনে কোনো মানুষ মারা যায়নি। দেশটাকে জঙ্গিবাদের আস্তানা বানাতে জঙ্গিদের সঙ্গে খালেদার হাত মেলানোর এ অপচেষ্টা বন্ধ করতেই হবে। তার ভিত্তিহীন কথা বন্ধ করতে হবে। ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাকে এমন আহ্বান জানিয়েছেন। তার বোধোদয় কবে হবে, আমরা কেউ জানি না।”
 
উল্লেখ্য,  গত ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা করে সমাবেশের ঘোষণা দেন খালেদা জিয়া। এরপর পুলিশ তাকে তার রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে দেয়নি। সেদিন বিকেলে তিনি টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তারপর থেকে এখন পর্যন্ত নিজ কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া। শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামী লীগকে চলমান সঙ্কট বন্ধের আহ্বান জানান। পঞ্চদশ সংশোধনী বাতিলেরও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

নিউজবাংলাদেশ.কম/এমএ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়