News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪১, ১১ জুন ২০২০
আপডেট: ০৮:৩৪, ১২ জুন ২০২০

বর্ণবাদে সমর্থন থাকায় স্কাউট প্রতিষ্ঠাতার স্ট্যাচু সরিয়ে ফেলবে ব্রিটেন!

বর্ণবাদে সমর্থন থাকায় স্কাউট প্রতিষ্ঠাতার স্ট্যাচু সরিয়ে ফেলবে ব্রিটেন!

স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট বাডেন পাওয়েলের স্ট্যাচু। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় দেশটিতে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ও আন্দোলন। তবে এবার এরই ধারাবাহিকতায় স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট বাডেন পাওয়েলের (বিপি) একটি মূর্তি সরিয়ে ফেলবে ব্রিটেন। বাডেন পাওয়েলের বিরুদ্ধে বর্ণবাদের সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে।

রয়টার্স জানিয়েছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুর ফলে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভের ফলে রবার্ট বাডেন পাওয়েলের স্মৃতিসৌধটি সরিয়ে ফেলবে দক্ষিণ ইংল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের ফলে ব্রিটেনে অতীতের সাম্রাজ্যবাদীদের স্মৃতিচিহ্নগুলি সম্পর্কে নতুন করে একটি বিতর্কের জন্ম দিয়েছে। আর সমালোচকরা বলছেন, তিনি বর্ণবাদী মতামত রাখতেন এবং তিনি অ্যাডলফ হিটলার এবং ফ্যাসিবাদের সমর্থক ছিলেন।

পুল কাউন্সিল জানিয়েছে, বৃহস্পতিবার সমুদ্র উপকূলে অবস্থিত ব্রিটিশ বোয়ার যুদ্ধের নায়ক বাডেন পাওলের মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে।

কাউন্সিলের নেতা ভিক্কি স্লেড বলেছেন, স্কাউটস তৈরির জন্য খ্যাতি পাওয়ায় আমরা রবার্ট বাডেন পাওয়েল-এর জীবনের কিছু দিক ভুলে গিয়েছিলাম আমরা। আর সেগুলোকে তেমন গুরুত্বও দেওয়া হয়নি।

বাডেন পাওয়েলের গড়ে তোলা স্কাউট বিশ্বব্যাপী প্রশংসিত এবং এটিতে বর্তমানে ৫৪ মিলিয়ন সদস্য রয়েছে। ২০০৭ সালের একটি জরিপে দেখা যায়, তিনি বিংশ শতাব্দীতে যুক্তরাজ্যের ১৩ তম প্রভাবশালী ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, গত রবিবার পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল-এ ১৭ শতাব্দীর দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের একটি মূর্তি টেনে এনে বন্দরে ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার এটি উদ্ধার করা হয়। স্থানীয় কাউন্সিল জানিয়েছেন, এটি একটি যাদুঘরে রাখা হবে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়