অতিরিক্ত মদ পানে অসুস্থ ছিলেন কিম জং
অতিরিক্ত মদ্যপানের কারণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে। শুক্রবার ওই সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমনটি দাবি করা হয়।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকের একটি প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মদ্যপান অথবা কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন কিম জং উন। ওই প্রতিবেদনে আরো দাবি করা হয় যে অসুস্থ হওয়ায় উত্তর কোরিয়ার উয়োনসান অবকাশযাপন কেন্দ্রে বিশ্রামে ছিলেন কিম।
বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে অবশেষে প্রায় ২০ দিন পর জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
নিউজবাংলাদেশ.কম/এএস