বাল্যবিবাহ বন্ধে অনন্ত জলিলের ভিডিওবার্তা
ঢাকা: বাল্যবিবাহের কুফল নিয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের একটি ভিডিওবার্তা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবে সেভ দ্য চিলড্রেন। আর এ ব্যাপারে অনন্ত জলিলের আগ্রহ রয়েছে বলে জানা গেছে।
এরই মাধ্যমে জলিল এবার যুক্ত হলেন সমাজ সচেতনতামূলক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনের সঙ্গে। এ প্রতিষ্ঠান ১৯৭০ সাল থেকে বাল্যবিবাহ নিয়ে বাংলাদেশে কাজ করছে। জানা গেছে, বরিশাল বিভাগ থেকে অনন্ত জলিলকে নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করবে।
জলিল গণমাধ্যমকে জানান, সেভ দ্য চিলড্রেন একটি ইন্টারন্যাশনাল নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন। যারা অনেক বছর ধরে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ সফলতার সঙ্গে করে আসছে। তাদের বাল্যবিবাহের কুফল নিয়ে তৈরি প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দবোধ করছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সেভ দ্য চিলড্রেনের সঙ্গে থেকে তিনি এদেশে বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম