News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১০, ১৮ জানুয়ারি ২০২০

শিল্পকলায় চলছে ২ বাংলার নাট্য উৎসব

শিল্পকলায় চলছে ২ বাংলার নাট্য উৎসব

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা এবং পরীক্ষণ থিয়েটার হলে চলছে দুই বাংলার নাটক নিয়ে “দুই বাংলার রবীন্দ্রনাট্য ও অন্যান্য” নাট্য উৎসব।

সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রাঙ্গণেমোরের “শ্যামাপ্রেম” ও নাট্যতীর্থের “কঙ্কাল” নাটকটি।
এছাড়া আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় ভারতের নাট্যদল কল্যাণী নাট্যচর্চা মঞ্চস্থ করবে “তৃতীয় আরেকজন” এবং ঢাকার নাট্যদল মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে নাটক “নিশীমন বিসর্জন”।

নাট্য অভিনেতা ও পরিচালক খালেদ খানকে নিবেদিত দুই বাংলার নাট্যমেলা “রবীন্দ্রনাথ ও অন্যান্য” শিরোনামে নাট্য উৎসবটি শুরু হয়েছে গত ৬ মার্চ থেকে এবং চলবে ১২ মার্চ পর্যন্ত। উৎসবে প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে দুই বাংলার নাটক।

উৎসবের নাটকগুলোর মান সম্পর্কে অনুষ্ঠানের আয়োজক প্রাঙ্গণেমোরের নূনা আফরোজ বলেন, “আমরা বরাবরই রবীন্দ্রনাথের নাটক নিয়ে দুই বাংলার নাট্য মেলার আয়োজন করে থাকি। কিন্তু এই বছর রবীন্দ্রনাথের ভালো মানের নাটক না পাওয়ায় অন্য নাটক যুক্ত করেছি। কারণ আমরা দর্শককে ঠকাতে চাই না।”

সপ্তাহব্যাপি এই নাট্য উৎসবে জাতীয় নাট্যশালা এবং পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন দুটি নাটক মঞ্চস্থ হলেও ১১ এবং ১২ মার্চ শুধু জাতীয় নাট্যশালায় একটি করে নাটক মঞ্চস্থ হবে।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়