চিত্রনায়ক মিঠুন আর নেই
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক, গীতিকার ও কাহিনীকার শেখ আবুল কাশেম মিঠুন আর নেই। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দুইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ইসলামি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে অভিনয় ছেড়ে দিয়ে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি জামায়াত পরিচালিত সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
মিঠুনের ছোট ভাই শেখ ফারুক হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মিঠুনের মরদেহ বাংলাদেশে আনার পর জানাজার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মিঠুন।
অনেকদিন ধরেই তিনি কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। গত ১৯ মে চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়।
শেখ আবুল কাশেম মিঠুন ১৯৫১ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক কালান্তরে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন।
এরপর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পর্যায়ক্রমে তিনি তরুলতা, অন্যান্য, চ্যালেঞ্জ, নরম গরম, গৃহলক্ষী, চন্দনা, ডাকু, স্বর্গ-নরক, দিদার, স্যারেন্ডার, বাবা কেন চাকর, বেদের মেয়ে জোসনা প্রভৃতি ছবিতে অভিনয় করেন।
তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত ছবির মধ্যে ‘ঈদ মোবারক’, ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ উল্লেখযোগ্য।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম