হলে শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা
ঢাকা : সিনেমা হলে অভিনব ব্যবস্থায় ছবি দেখতে পাবেন দর্শক। বাড়িতে অনেকেই শুয়ে শুয়ে ছবি দেখতে অভ্যস্থ। তাদের জন্যই অভিনব এ ব্যবস্থা।
দর্শকদের জন্য এটি নিশ্চয়ই একটি ভালো খবর। বিশ্বের বেশ কয়েকটি দেশে বিছানায় দেহ এলিয়ে ছবি দেকার ব্যবস্থা আছে। এ ব্যবস্থা পিলো নামে পরিচিত।
শুয়ে শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা ফ্রান্সের অলিম্পিয়া মিউজিক হলে ২০১০ সালে দেখা যায়। ইন্দোনেশিয়া বিছানায় শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা আছে।
ইন্দোনেশিয়ার বিল্টজ মেগাপ্লেক্স সিনেমা হলে শুয়ে শুয়ে সিনেমা দেখা যায়। তারা শুয়ে সিনেমা দেখার তিনটি ব্যবস্থা রেখেছে। এগুলো হলো, ভেলভেট ক্লাস, লাক্স সোফাবেড, ফ্লাফি পিলোস।
লন্ডনেও শুয়ে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। এভাবে শুয়ে শুয়ে সিনেমা দেখার পাশাপাশি এ হলে খাবার ও পানীয়ও পাওয়া যায়।
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি পিলো সিনেমা হল রয়েছে। এ সিনেমা হলের নাম গোবিন্দ মুভি রুম। এটি সিডনির ডার্লিংহার্স্টে অবস্থিত।
নিউজ বাংলাদেশ.কম/বিনোদন/এটিএস
নিউজবাংলাদেশ.কম