পুলিশের জন্য নাচবেন একঝাঁক তারকা
ঢাকা: ৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য এক অনুষ্ঠান। আর এখানে জনপ্রিয় গানের সঙ্গে নেচে পুলিশ বাহিনীকে কিছু সময়ের জন্য আনন্দ দেবেন দেশের একঝাঁক তারকা।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত।
নুসরাত ফারিয়ার উপস্থাপনায় বিদ্যা সিনহা মিম, শখ, মেহজাবিন, আইরিন, অহনা, নায়লা নাঈম, অনন্ত জলিল, ফেরদৌস, আরিফিন শুভ, ইমন, নিরব ও প্রীতম নাচবেন মেট্রোপলিটন পুলিশের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে। আগামীকাল ৫ই মার্চ রাজারবাগ পুলিশ লাইনে বর্নাঢ্য এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মুঠোফোন বার্তায় আরো জানানো হয়, মঞ্চে যে যে গানের সঙ্গে যে যে তারকা নাচবেন তারা হলেন, আসসালামু আলাইকুম বেয়াইন সাব গানের সঙ্গে ফেরদৌস-শখ, শোনো রে হৃদয়হীনা গানের সঙ্গে অনন্ত জলিল, চুপিচুপি বলো কেউ গানের সঙ্গে ইমন-মেহজাবিন, নিটোল পায়ে রিনিক-ঝিনিক গানের সঙ্গে নিরব-অহনা-আইরিন।
আরো আছেন, আমি নিঃস্ব হয়ে যাব গানের সঙ্গে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম, ঠোঁট পর ভোট গানের সঙ্গে প্রীতম-নায়লা নাঈম।
এ অনুষ্ঠানটির আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশন ও গানবাংলা টেলিভিশন। নৃত্য পরিচালনা করছেন ঈগলস ড্যান্স গ্রুপের তানজিল। রাজধানীর নিকেতনের ঈগলসের কার্যালয়ে কয়েকদিন ধরে চলছিল এসব তারকার মহড়া।
আরেফিন শুভ গণমাধ্যমকে জানান, যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন সেই পুলিশদের বিনোদন দিতে পারাটাকে আনন্দের এবং গর্বের বিষয়।
এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে এ আয়োজনের মহড়া।
নিউজ বাংলাদেশ.কমএটিএস
নিউজবাংলাদেশ.কম