দুই মাসব্যাপী চলচ্চিত্র উৎসব
রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে ৬ মার্চ থেকে শুরু হবে দুই মাসব্যাপী চলচ্চিত্র উৎসব। জার্মান দখল থেকে দেশের অধিকৃত এলাকা স্বাধীনের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
এই উৎসবে মাসের প্রতি শুক্রবার সকাল ১১টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। এভাবে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো সবই যুদ্ধভিত্তিক। এই উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সভিয়েত ইউনিয়নের এক বিশাল অংশ জার্মান বাহিনীর দখলে চলে যায়। পরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অধিকৃত এলাকা স্বাধীন করে সভিয়েত বাহিনী। সেই যুদ্ধের ৭০ বছর পূর্ণ হল এ বছর।
প্রদর্শনীর পূর্ণাঙ্গ সূচি:
সকাল ১১টা, ৬ মার্চ
দে ফোট ফর দেয়ার মাদারল্যান্ড
সকাল ১১টা, ১৩ মার্চ
দ্য ক্রেইনস আর ফ্লাইং
সকাল ১১টা, ২০ মার্চ
ডেস্টিনি অফ অ্যা ম্যান
সকাল ১১টা, ২৭ মার্চ
ব্যালাড অফ অ্যা সোলজার
সকাল ১১টা, ৩ এপ্রিল
দ্য হট স্নো
সকাল ১১টা, ১০ এপ্রিল
দ্য ডন হেয়ার আর কোয়াইট পার্ট-১ এবং
দ্য ডন হেয়ার আর কোয়াইট পার্ট-২
সকাল ১১টা, ১৭ এপ্রিল
দ্য স্টার
সকাল ১১টা, ২৪ এপ্রিল
দ্য ব্যাটেল ফর বার্লিন এবং
দ্য লাস্ট এসেসিন
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম