বিদ্রুপে শক্ত হলো বিরাট-আনুশকার হাত
ঢাকা: বিশ্বকাপ সেমিফাইনালে বিরাট কোহলির খারাপ পারফরমেন্স ও ভারতের পরাজয়ে বেশিরভাগ ভারতীয়ই দায়ী করেছেন অনুষ্কাকে। এতে মনে হয়েছিল বিরাট-অনুষ্কার সম্পর্কে কিছুটা হলেও ফাটল দেখা দিতে পারে। কিন্তু না, বরং আরো শক্ত করে একে অপরকে ধরলেন তারা।
অস্ট্রেলিয়ায়ে বিশ্বকাপ সফর শেষ করে শনিবার দেশে ফিরেছেন ভারতীয় দলের অন্যতম সদস্য বিরাট কোহলি। তার সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা। যখন তারা বিমানবন্দরে নামলেন, তখন দেখা গেল দুজনে একে অপরের হাত আরো শক্তভাবে ধরে রয়েছেন। এতে পরিষ্কার যে, ভারতের পরাজয় ও দেশটি জুড়ে অনুষ্কাকে দায়ী করার হীন ব্যঙ্গ-বিদ্রুপ তাদের মধ্যে সম্পর্কে কোনো ফাটলতো ধরাতে পারেইনি, বরং তা আরো গভীর ও দৃঢ় করেছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম