ভারতীয় নাগরিকত্বের জন্য ফের আবেদন আদনান সামীর
ঢাকা: এক সময়ে বলিউডে ঝড় তোলা জনপ্রিয় পাকিস্তানি গায়ক আদনান সামী ভারতের নাগরিকত্ব চেয়ে ব্যর্থ হয়েছিলেন এর আগে। তবে আগের ব্যর্থতা ভুলে ফের একই আবেদন করেছেন তিনি।
বছর দুয়েক আগে তার প্রথবারের আবেদন নাকচ করে দিয়েছিল ভারত সরকার। ভারতের পররাষ্ট্র দফতর এখন ৪৩ বছর বয়সী এই পাকিস্তানি গায়কের আবেদন বিবেচনা করে দেখছে বলে জানা গেছে।
পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদনান সামীকে ভারতীয় নাগরিকত্ব দেয়ার সম্ভাব্যতা যাচাইয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। তবে আইন মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, ভারতের নাগরিক্ত আইন মোতাবেক নাগরিকত্বের অনুমোদন দেয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই এখতিয়ারে রয়েছে।
ভারতের নাগরিকত্ব আইন মোতাবেক কোনও বিদেশি তখনি নাগরিকত্ব পাওয়ার বিবেচনায় আসতে পারেন যদি তিনি বিজ্ঞান, দর্শন, শিল্পকলা, সাহিত্য, বিশ্বশান্তি বা মানবিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে থাকেন।
আদনান সামী তার নিজ দেশ পাকিস্তানের সঙ্গে চিরবৈরী সম্পর্কের দেশ ভারতে প্রথম আসেন ২০০১ সালে। তখন থেকে ২০১৩ পর্যন্ত সময়ের মধ্যে ভারত থেকে যুক্তরাজ্যসহ অনেক দেশে অসংখ্য বার যাওয়া আসা করেছেন।
নিউজবাংলাদেশ.কম/বিএন
নিউজবাংলাদেশ.কম