সেরা অভিনেত্রী কঙ্গনা, সেরা ছবি হায়দার ও মেরি কম
ঘোষিত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কঙ্গনা রানাওয়াত। কুইন সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ সম্মাননা পেয়েছেন। এছাড়া কন্নড় সিনেমা নানু আভানাল্লা আভালু (আমি ছেলে নই, মেয়ে)-তে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজয়।
সেরা ছবির পুরস্কার পেয়েছে বলিউডের সিনেমা হায়দার ও মেরি কম। সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে চৈতন্য তমহানের কোর্ট। বিকাশ বহল পরিচালিত কামিং-অফ-এজ সিনেমার সেরা হিন্দি ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে।
কুইন সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার কঙ্গনা রানাওয়াতের কেরিয়ারে দ্বিতীয় জাতীয় পুরস্কার। ছবিতে প্রেমিকের কাছে বিয়ের ঠিক আগের মূহুর্তে প্রত্যাখ্যাত এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১০-এ ফ্যাশন ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।
কোর্ট সিনেমায় ভারতীয় বিচার ব্যবস্থার ত্রুটি-বিচ্যূতি তুলে ধরা হয়েছে। এই ছবি এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মুক্তির আগে জাতীয় পুরস্কার এই সিনেমা নির্মাতাদের উত্সাহ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
শাহীদ কপূর অভিনীত হায়দর সিনেমায় কাশ্মীরের প্রেক্ষাপটে শেক্সপিয়রের হ্যামলেট নাটকের কাহিনীকে আধুনিক রুপে পরিবেশন করা হয়েছে। এই ছবি পাঁচটি বিভাগে সেরা হয়েছে। এই ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বিশাল ভরদ্বাজ। সংলাপের জন্যও তিনি পুরস্কার পেয়েছেন। বিসমি গানের জন্য সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন সুখবিন্দার সিংহ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম