দিল্লির সুন্দরীকে বিয়ে করছেন শহিদ কাপুর
মুম্বাইয়ের জৌলুস ছেড়ে মন চলে গেছে দিল্লিতে। আর সেখানেই মনের বাঁধনে আটকা পড়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর।
হ্যাঁ, দিল্লির প্রেমিকা মীরা রাজপুতকেই বিয়ে করছেন শহিদ কাপুর। তবে কে এই মীরা রাজপুত তা এতদিন অজানাই ছিল বলিউডের কাছে। বিয়ের পিড়িতে বসতে গিয়েই ফাঁস হয়ে পড়েছে শহিদের গোপন প্রেম।
জানা গেছে, মীরাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন শহিদ। এ বছরের ডিসেম্বরেই নাকি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর বাগদান নাকি হয়ে গেছে জানুয়ারিতেই।
কারিনা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন শহিদের প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন ছিল না। তিনি বলেছিলেন, বলিউডের বাইরে তিনি বিয়ে করতে চান। অবশেষে সে কথাই রাখলেন শহিদ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম