নতুন নায়িকা নীলাঞ্জনা নীলা
ঢাকা: ঢাকার ছবিতে নায়ক-নায়িকা সংকটের এই সময়ে নীলাঞ্জনা নীলা নামের এক নতুন নায়িকার আগমন ঘটতে যাচ্ছে। তিনি গত বছরের লাক্স চ্যানেল আই সুপারস্টারের দ্বিতীয় রানার আপ।
সম্প্রতি তিনি ক্যারিয়ারের প্রথম ছবিতে আভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পরিচালকও নতুন। জানা গেছে ছবিটির নাম ‘এলিথিয়া’। আর ছবিতে নীলার বিপরীতে অভিনয় করবেন রুদ্র।
রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি প্রযোজনা করবেন অদিত। এর গল্প পরিচালক নিজেই লিখেছেন। সংলাপ ও চিত্রনাট্য লিখছেন মেজবাহ উদ্দিন সুমন। ছবিটির সম্পূর্ণ শুটিং হবে নেপালে।
নীলাঞ্জনা নীলা এর আগে দুটি টেলিফিল্মে কাজ করেছেন।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম