সাইফের পর দুষ্কৃতীর টার্গেট শাহরুখ
ফাইল ছবি
বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হয়েছেন দুষ্কৃতীকারী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলী খানের ওপর হামলার পর থেকেই হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করছিল পুলিশ।
আটক হামলাকারীর কাছ থেকে মুম্বাই পুলিশের কাছে মিলেছে আর এক বিস্ফোরক তথ্য।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, দুষ্কৃতীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের বাড়িও। সইফ আলি খানের বাড়িতে হামলা করার দুদিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি, অর্থাৎ মান্নতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি। বাড়ির ভেতরে প্রবেশ না করলেও, বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল ওই ব্যক্তি।
ধারণা করা হচ্ছে, সাইফ আলী খানের হামরাকারীই মান্নতের চারপাশ রেকি করতে গিয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, বিষয়টি তদন্ত দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বাই পুলিশের একটি দল গিয়েছে।
জানা গেছে, ঘটনার দুইদিন আগেই মান্নতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সে মই বেয়ে মান্নতের ভেতরে প্রবেশের চেষ্টাও করেছিল।
গতকাল বৃহস্পতিবারই সাইফ আলী খানের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল ওই দুষ্কৃতীকারীর ছবি।
শুক্রবার তাকে আটক করে মুম্বই পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময় পুলিশের হাতের নাগালে আসেন তিনি। তখন সেই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছে। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এরপরেই আটক করা হয় তাকে।
এদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলি খানের ওপর জঘন্য আক্রমণের খবরে বিজেপি সরকারের সমালোচনা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমে তিনি বলেন, বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার, যিনি নির্ভয়ে কাজ করছে। মনে হচ্ছে তাকে রক্ষা করা হচ্ছে।
অরবিন্দ আরও বলেন, বিষ্ণোই গ্যাং গত বছর সালমান খানের বাসভবনে হামলা করেন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিককে হত্যায় যুক্ত ছিলেন। তাই সাইফ হামলার বিষয়টি ‘গুরুতর’।
যদি বড় তারকাদের নিরাপত্তা না দেওয়া যায় তবে মুম্বাইয়ের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়, এমন প্রশ্নও তোলেন অরবিন্দ।
তবে শিবসেনা এবং কংগ্রেস নেতারা সাইফের ওপর হামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে দায়ী করেছেন।
এদিকে নিজ বাড়িতে হামলার শিকার সাইফের বাড়িতে তদন্তের জন্য যান এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক। তার রিপোর্টে নব্বই দশকের গ্যাংস্টারদের উল্লেখ রয়েছে। তাই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সাইফ আলি খান রয়েছেন কিনা তা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছেন মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ২৬ বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ, তিনটি চিঙ্কারা শিকার করেন বলিউড অভিনেতা সালমান খান। বিরল প্রজাতির বন্যপ্রাণী শিকারের কারণে ৪টি মামলা হয় অভিনেতার বিরুদ্ধে। সে মামলায় সালমান নির্দোষ প্রমাণিত হলেও ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার দলবল সালমান খানের শত্রু হয়ে ওঠে।
বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মে প্রাণি হত্যা নিষিদ্ধ। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া মেনে নেননি গ্যাংস্টার লরেন্স ও তার দলবল। আজও সালমান তাদের থেকে হত্যার হুমকি পেয়ে আসছেন। সালমানের কাছের মানুষ হওয়াতেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিক খুন হন, প্রকাশ্যে এমন বিবৃতি দেন গ্যাংস্টার লরেন্স।
তাদের দল আরও জানায়, সালমানের ঘনিষ্টজনের কেউই নিস্তার পাবেন না। আর সে বিষয়টিতেই জোর দিচ্ছেন তদন্ত কমিটি।
কেননা কৃষ্ণসার হরিণ, চিঙ্কারা শিকারের সময় সালমান খানের সঙ্গে ছিলেন সাইফ আলি খান। আরও সঙ্গে ছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও টাবু। শিকারের সময়ই শুধু নয়, এ শিকারের অভিযোগে চারটি মামলার রায়ে যখন সালমান নির্দোষ প্রমাণিত হন সেদিনও আদালতে হাজির ছিলেন সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে ও তাবু। তাই নিজ বাড়িতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার সাইফকে নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজনীতিবিদদেরও। এরইমধ্যে ভারত সরকার নিরাপত্তা জোরদার করেছে খান পরিবারের।
গত ১৫ জানুয়ারি বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হন সাইফ। ছেলের ঘরের সামনে তাকে দেখেই ঝঁপিয়ে পড়েন তিনি। আর তখনই সাইফ আলীর খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে ছয়বার কোপান অভিনেতাকে। হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এ মুহূর্তে আইসিইউতে রয়েছেন।
এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় স্তব্ধ গোটা বলিউড।
নিউজবাংলাদেশ.কম/পলি