News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৬, ১৬ জানুয়ারি ২০২৫

নিজ বাড়িতেই ছুরি হামলার শিকার সাইফ আলি খান

নিজ বাড়িতেই ছুরি হামলার শিকার সাইফ আলি খান

ছবি: সংগৃহীত

গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর আক্রমণ করা হয়েছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতিকারী ঢুকে পড়ে। চুরির জন্যই বাড়িতে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। দুষ্কৃতিরা একাধিকবার সাইফের ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। আপাতত সাইফ বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের ‘নবাব’র ওপর হামলা চালাল তা অনুসন্ধান করা হচ্ছে। 

পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল আর সেই সময়ে অভিনেতা জেগে ছিলেন। প্রতিরোধ করাতেই হামলা হয়েছে। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়