চোখের সামনে এমন দৃশ্য দেখতে হবে ভাবনায় ছিল না প্রীতির
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেস শহরের ছড়িয়ে পড়া দাবানলের আগুনের গ্রাস থেকে ‘নিরাপদে’ থাকার খবর দিয়েছেন হিন্দি সিনেমার অভিনেত্রী প্রীতি জিনতা।
চোখের সামনে এমন দিন দেখতে হবে, সেটি তার দূরতম ভাবনাতেও ছিল না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
আগুনে হলিউডের বহু তারকার বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। অনেকে নিরাপত্তার স্বার্থে পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন। এই পরিস্থিতিতে নিজের পরিবারের বর্তমান অবস্থা জানাতে এক্সে বার্তা দিয়েছেন প্রীতি।দাবানলের ধ্বংসযজ্ঞ দেখে ‘মর্মাহত’ প্রীতি লিখেছেন, "কখনো ভাবিনি জীবদ্দশায় এমন দিন দেখতে হবে, যেখানে লস অ্যাঞ্জেলেসে আমাদের আশেপাশের এলাকা আগুনে ভস্মীভূত হবে। বন্ধুবান্ধব ও তাদের পরিবারকে ঘর ছাড়া হতে হবে।
নিজের পরিবার নিয়ে অভিনেত্রী লিখেছেন, "ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমরা নিরাপদ আছি। যারা বাস্তুচ্যুত হয়ে সব হারিয়েছেন, তাদের জন্য আমি প্রার্থনা করছি, তারা যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। আশা করি শিগগিরই বাতাসের বেগ কমে আসবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে।“
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এরপর থেকে ব্যবসায়ী স্বামী ও যমজ সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেসে থিতু হয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি