News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৩৭, ১১ জানুয়ারি ২০২৫

বিয়ে নিয়ে যা জানালেন তাহসান

বিয়ে নিয়ে যা জানালেন তাহসান

তাহসান খান। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বিয়ে করে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। গত ৬ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। সম্প্রতি বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ অভিনেতা। 

তিনি বলেন, 'বিয়ে জীবনেরই একটি অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোলাগার মতোই একটি কাজ।'

স্ত্রী রোজার প্রসঙ্গ নিয়ে তাহসান বলেন, 'রোজার সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই। সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন, এটাই স্বাভাবিক।'

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতেই রসবোধটা আনতে পারি না। আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত, সেভাবে হয়তো দিতে পারছি না।'

তাহসান বলেন, 'আমার কাছে মনে হয়, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত নয়। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। তাই খুব বেশি ভাবছি না।' 

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়