News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ২১:০৮, ৫ জানুয়ারি ২০২৫

সাকিবের বরবাদে কলকাতার রিয়া

সাকিবের বরবাদে কলকাতার রিয়া

রিয়া গঙ্গোপাধ্যায় ও শাকিব খান। ছবি: সংগৃহীত

এর আগে ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খান বলেছিলেন নতুন সিনেমা বিষয়ে। ‘বরবাদ’অতীতের সব রেকর্ড ভাঙবে এমন প্রত্যাশা নিয়ে শুরু করার কথাও বলেছিলেন। বরবাদ নিয়ে বেশ ইতিবাচক সাড়া পাওয়ার কথাও জানিয়েছিলেন শাকিব।

কিছুদিন আগে বরবাদ’র মোশন পোস্টার প্রকাশ হয়েছে।

তবে এবার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় নতুন এক অভিনেত্রীর যুক্ত হওয়ার খবর এসেছে।

আনন্দবাজার লিখেছে কলকাতা সিরিয়ালের খল নায়িকা হিসেবে পরিচিত রিয়া গঙ্গোপাধ্যায়কে সিনেমায় নিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

চিত্রনাট্যে রিয়া হয়েছেন নায়িকা ইধিকা পালের বড় বোন।

রিয়া বলেন, “আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।”

‘বরবাদ’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল গেল বছরের অক্টোবরের শেষ নাগাদ। গত আড়াই মাসে মুম্বাই এবং কলকাতা মিলিয়ে শুটিংয়ের কাজও অনেকটা সেরে নিয়েছে সিনেমার টিম।

এখন মুম্বাইয়ে ইধিকার শুটিং চলছে।

‘বরবাদ’র পরিচালক মেহেদী হাসনা হৃদয় বলেন, “দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি।”

সিনেমায় নায়ক-নায়িকা ছাড়াও অভিনয় শিল্পী নির্বাচনসহ আরো বহু বিষয়ে ‘চমক রাখা হয়েছে’ বলে হৃদয়ের ভাষ্য।

হৃদয় চাইছেন আগামী বছরের কোনো একটি ঈদে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমাটি মুক্তি দিতে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়