তাহসানের হবু শ্বশুর শীর্ষ সন্ত্রাসী ‘পানামা ফারুক’
ছবি: সংগৃহীত
নতুন বছরে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসান খানের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। শনিবার সকাল থেকেই নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন প্রমাণ হয়ে গেল তাহসানের ক্ষেত্রে। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদের বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।
নেটিজেনরা বলছেন, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বাবা হচ্ছেন ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশালে ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে ‘পানামা ফারুক’।
জানা গেছে, তাহসান খানের শ্বশুর ফারুক আহমেদ বরিশাল নগরীর চকবাজার এলাকার বাসিন্দা। বাজার রোডে মেসার্স পানামা ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যুবলীগে যোগ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারী হয়ে শুরু করেন সন্ত্রাসী কর্মকান্ড। সেই থেকে তার নামের পেছনে ওই ‘পানামা’ বসে যায়। নাম হয় ‘পানামা ফারুক’। ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টি মামলা ছিল। তবে ফারুকের পরিবার সে সময় জানিয়েছিল, র্যাব তাকে গুলি করে হত্যা করে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আবুল হাসানাত আব্দুল্লাহর মদদে বরিশাল নগরীতে যে আট খলিফা নামে সন্ত্রাসী বাহিনীর জন্ম হয় তার একটির নেতৃত্বে ছিল পানামা ফারুক। নগরীর উত্তর-পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে অপরাধের জগৎ গড়ে তোলেন। চাঁদাবাজী, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে আধিপত্যের কেন্দ্রে চলে আসেন। নিহত হওয়ার আগে তার নামে অস্ত্র, হত্যা, চাঁদাবাজীর অভিযোগে দশটিরও বেশি মামলা ছিল থানায়। পানামা ফারুকের নেতৃত্বে বরিশাল প্রেসক্লাবেও হামলা হয়েছিল। তিনি একে-৪৭ রাইফেল নিয়ে প্রকাশ্যে নগরীতে মহড়া দিতেন।
আট খলিফার মধ্যে পানামা ফারুক ছাড়াও মো. জসিমউদ্দিন ওরফে ভিপি জসিম, কুতুব রানা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকন, আবুল বাসার, মোয়াজ্জেম হোসেন চুন্নু, মোনায়েমের ছিল ভিন্ন ভিন্ন সন্ত্রাসী বাহিনী।
মূলত আবুল হাসানাত আব্দুল্লাহ এসব বাহিনী দিয়ে নগরী নিয়ন্ত্রণে নেন। সেই সুবাদে অপরাধের সাম্রাজ্য গড়ে ওঠে বরিশালে। রাজনীতিবিদরা এই সময়কে বরিশালের অন্ধকার যুগ বলেও অভিহিত করেন।
সে সময়ে এসব সন্ত্রাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড হিসেবে নথিভূক্ত ছিলেন।
এরপর ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে এই ৮ বাহিনী ভারতে পালিয়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে একে একে তারা দেশে ফেরেন। ২০০৯ সালের ৪ অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন। কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হন।
ওই সময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ছিলেন শওকত হোসেন হিরন। যে কারণে আবুল হাসানাত আব্দুল্লাহকে ত্যাগ করে শওকত হোসেন হিরনের হয়ে কাজ শুরু করেন শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক। বিষয়টি ভালোভাবে নেননি আবুল হাসানাত আব্দুল্লাহ। রাজনৈতিক টানপোড়েনের মধ্যে নিজেকে থিতু করতে দুই নেতার কাছে নিয়মিত যাতায়াত শুরু করেন পানামা ফারুক।
স্থানীয়রা জানান, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। তবে ২০১৩ সালের দিকে নিজের অবস্থান জানান দিতে গিয়ে আবার আলোচনায় আসেন পানামা ফারুক।
তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ৬/৭ জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। একপর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুপক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হন ফারুক আহম্মেদ।
তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।
নিউজবাংলাদেশ.কম/পলি