‘৮৪০’ মুক্তির পরে হুমকির মুখে তিশা
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক সিনেমা ‘৪২০’ এর সিক্যুয়েল ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সিনেমা হলেও দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির প্রযোজনার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বর্তমানে সিনেমা হলে চলছে সিনেমাটি। এবার সিনেমা হলের পাশাপাশি ছোট পর্দায় সিনেমাটি সম্প্রচারের ঘোষণা দিলেন তিশা।
বুধবার (১ জানুয়ারি) চ্যানেল আই প্রাঙ্গণে এক সম্মেলনে তিশা অভিনেত্রী এ ঘোষণা দেন।
তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।
সিনেমাটি ছোট পর্দায় সম্প্রচার প্রসঙ্গে তিশা জানান, ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে সিনেমাটি সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮ টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।
এ সময় তিশাকে প্রশ্ন করা হয়, ২০ দিনে কতটা ব্যবসা করেছে সিনেমাটি?
জবাবে অভিনেত্রী বলেন, প্রথম দিন থেকে মানুষ সিনেমাটি দেখছে। বিশেষ করে শিক্ষার্থীরাই বেশি দেখছে। ব্যবসা নিয়ে খুব একটা বেশি ভাবছি না আমরা। মানুষের কাছে যেন সিনেমাটি পৌঁছায় চেষ্টা করে যাচ্ছি আমরা।
রাজনৈতিক সিনেমা হওয়ার কারণে সিনেমাটিতে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অনেক ঘটনা ফুটে উঠেছে। সিনেমাটি মুক্তির পর নাকি আওয়ামী লীগ থেকে নানান হুমকিও পেয়েছিলেন।
তিশা বলেন, হ্যাঁ পেয়েছি। দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এ সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছেন তিনি। সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলব, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয়।
প্রসঙ্গত, তিশা ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
নিউজবাংলাদেশ.কম/পলি