News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ১ জানুয়ারি ২০২৫

বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ

বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ। ছবি: ইন্টারনেট

বলিউডের গুণি নির্মাতা অনুরাগ কাশ্যপ। তিনি দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত। নতুন খবর হচ্ছে- বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রথম সারির এ নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, বর্তমানে চলচ্চিত্রের মানোন্নয়ন অপেক্ষা সিনেমার বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। সিনেমার কাজ শুরুর আগে ভাবা হয় কীভাবে প্রচার করা হবে। বক্স অফিসে কত টাকা আয় হবে। এ বিষয়টি নিয়েই তিনি হতাশ। এজন্য তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন বলেন, 'ইদানীং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বিক্রি করা হয়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। সিনেমা তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের কাজ আমাকে বিরক্ত করে। সেই কারণেই নতুন বছরে আমি মুম্বাই ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছি।'

অনুরাগ আরও বলেন, 'দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি বৃদ্ধ হয়েই মরতে চাই। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বাই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। বিরক্ত এখানকার মানুষদের মানসিকতা নিয়ে। এখানে শুধুই রিমেক চলছে। নতুন কিছু ভাবনা বা তৈরির ইচ্ছেই নেই। একই বিষয়ের পিছনে সবাই ছুটছে। যা অসহ্য।'

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে মুম্বাই এসেছিলেন অনুরাগ কাশ্যপ। সেই সময় কোনও কাজই ঠিকঠাকভাবে হচ্ছিল না। ৫ সিনেমার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখার কাজও ঠিকঠাকভাবে পাচ্ছিলেন না। এমনও দিন গেছে ফুটপাতে শুতে হয়েছে তাকে। একটি থেকে তুলে দিলে অন্য ফুটপাতে গিয়ে শুতেন। আর সেখানে শোয়ার জন্য ছয় টাকা করে ভাড়া দিতে হতো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়