অনলাইন জুয়া কাণ্ডে নাম, যা বললেন পিয়া জান্নাতুল
পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত
অনলাইন জুয়া কাণ্ডে নাম উঠেছে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের। সম্প্রতি বিপিএল উপলক্ষে একটি অনুষ্ঠানের উপস্থাপনার সময় জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি-শার্ট পরিহিত ছিলেন তিনি। তবে এ অভিনেত্রী জানালেন, এ অ্যাপের শুভেচ্ছাদুত নন তিনি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেন, 'আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।'
তিনি আরও বলেন, 'আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি। এখানে কে স্পনসর দিল সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না।'
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি