অস্কারের মনোনয়নের দৌড়ে প্রিয়াঙ্কার ‘দ্য জেব্রাজ’
সিনেমার দৃশ্যে প্রিয়াঙ্কা সরকার। ছবি: ইন্টারনেট
অ্যাকাডেমি পুরস্কারের শেষ ধাপে মনোনয়নের দৌড়ে এবার যুক্ত হয়েছে বলিউডের প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি সিনেমা ‘দ্য জেব্রাজ’। চলচ্চিত্র পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এ সিনেমায় প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি।
অস্কারের মূল প্রতিযোগীতার আন্তর্জাতিক সিনেমার, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনয়ের মতন গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে সিনেমাটি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে? সেই গল্পই দেখাবে ‘দ্য জেব্রাজ’। মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এ সিনেমায় সেটা তুলে ধরা হয়েছে।
প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন, 'আমরা অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এ সিনেমার কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে সিনেমাটার ভাবনা নিয়ে এলো, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা।'
তিনি আরও বলেন, সিনেমাটি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন। গোটা সিনেমাটি জুড়ে তার একটি বিশেষ অভিযান রয়েছে।
পরিচালক অনীক চৌধুরীর ভাষ্য, 'দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়, এটা আমাদের সমকালীনতার দলিল। এ সিনেমা এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যেকার বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এ সিনেমার সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।'
নিউজবাংলাদেশ.কম/এসবি