News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৪

আমাকে সবাই ক্ষমা করে দেবেন: অহনা

আমাকে সবাই ক্ষমা করে দেবেন: অহনা

অহনা রহমান। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। 

তিনি লিখেছেন, কোনদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দেবেন, আল্লাহ্ সবাইকে ভালো রাখুক এই দোয়া।

এর আগে একটি সাক্ষাৎকারে অহনা জানান, ২০২৪ সালে জীবনে অনেক কিছু ঘটেছে। এ ছাড়াও ২০২৫ সাল নাগাদ অভিনয় জগতে কাজ কমিয়ে ফেলবেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেছিলেন, আমি ব্যক্তিগত ভাবে আর অহনা রহমান হতে চাইবো না। অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। 

মূলত সাক্ষাৎকারের বিষয়টি তার পোস্টে তুলে ধরেছেন বলে ভক্তরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়