News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ ডিসেম্বর ২০২৪

অবশেষে সমালোচনার কড়া জবাব দিলেন জেফার

অবশেষে সমালোচনার কড়া জবাব দিলেন জেফার

জেফার। ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'সবার আগে বাংলাদেশ' কনসার্টে সংগীত পরিবেশন করেন জেফার রহমান। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সেই সমালোচনার কড়া জবাব দিলেন এ গায়িকা। 

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, 'নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।'

একই পোস্টে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার আরও বলেন, 'আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।'

প্রসঙ্গগত, 'সবার আগে বাংলাদেশ' কনসার্টে তার পারফরমেন্সের কিছু ভিডিও সামাজিকমাধ্যেমে ছড়িয়ে পড়ার পর কেউ তার শাড়ি পরা নিয়ে কথা বলেন, আবার কেউ কেউ তাকে তাকে 'অটো-টিউন' শিল্পী বলেও মন্তব্য করেন। অনেকে প্রশ্ন তুলেছেন ওই কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়