News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ নিয়ে আবেগ-অনুভূতি দুটোই আছে: মিঠুন

বাংলাদেশ নিয়ে আবেগ-অনুভূতি দুটোই আছে: মিঠুন

মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি দুটোই আছে বলে উল্লেখ করে বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, 'আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। তবে সেই আবেগ-অনুভূতির জয়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।' 

সম্প্রতি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বর্তমান রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মিঠুন চক্রবর্তী বলেন, 'যেসব সর্তকবার্তা শুনছি, বাংলাদেশের নেতারা যে যা পারছে বলছে। আমি একটাই কথা বলব, ভারতকে খাটো করে দেখবেন না।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। এছাড়া সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়