News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ১৯ ডিসেম্বর ২০২৪

ফোকফেস্ট, বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব স্থগিত

ফোকফেস্ট, বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব স্থগিত

ফাইল ফটো

আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসার কথা ছিল ফোকফেস্টের ষষ্ঠ আসর। তবে গতকাল ১৮ ডিসেম্বর জানা গেছে, এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা ‘বাতিল করেছে’ আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই আপাতত স্থগিত করা হয়েছে ফোকফেস্ট।

এদিকে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিয়ে জটিলতা দেখা দেয়ায় সেটিও স্থগিত ঘোষণা করা হয়েছে।

ভেন্যু বাতিলের ঘটনায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। তবে আভাস মিলেছে, আগামী রোজার ঈদের পর এটি আয়োজনের চেষ্টা করবে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন। 

এদিকে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিয়েও জটিলতা দেখা দিয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গসংগীতের উৎসবটিকে আবারও ফিরিয়ে আনতে। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি তারা। ফলে শুদ্ধ সংগীতের এই আসরটিও স্থগিত হয়ে গেছে।

আর্মি স্টেডিয়ামের বিকল্প ভেন্যু নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না এবং কবে নাগাদ উৎসবটি আয়োজন করা হতে পারে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’

সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীতের আসর।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়