News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০১, ১৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:২৫, ১৮ ডিসেম্বর ২০২৪

মওলানা ভাসানীকে নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা

মওলানা ভাসানীকে নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর বায়োপিক বানাচ্ছেন নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ‘ভাসানী’ নামে সিনেমাটির শুটিং আগামী বছরের ১৬ মে থেকে শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতা। 

নির্মার্তা ডায়মন্ড বলেন, 'সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প অজানা নতুন প্রজন্মের কাছে। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।'

তিনি আরও জানান, এখন ঘোষণা দিলেও দেড় দশকেরও বেশি সময় ধরে মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখছেন। ২০০৬ সালের দিকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা।

তবে ডায়মন্ড জানান, মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরু হবে। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অবশ্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ। সব চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানাবেন বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়