নতুন সুখবর দিলেন প্রভা
সাদিয়া জাহান প্রভা। ফাইল ছবি
লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের একসময়ের উজ্জ্বল তারকা জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন তিনি। সেখানেই নিজের নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রভার নতুন প্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি, নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে জমকালো আয়োজনে এটি ছিল আইকনিক অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসর এবং প্রভা এই সম্মান পেয়ে বেশ উচ্ছ্বসিত।
অভিনেত্রীকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, এমন একটি পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে মূল্যায়ন করেছেন। যে কোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দ্বিগুণ ভালো করতে হবে। নিজের প্রতিভাকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয়।
তিনি আরও বলেন, এখন আমার দায়িত্ব বেড়ে গেছে। পুরস্কার পাওয়ার পর আগের চেয়ে দ্বিগুণ মনোযোগ ও পরিশ্রমের প্রয়োজন হয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখলেও প্রভা শুধু মডেল হিসেবেই নয়, নাটক ও টেলিফিল্মের মাধ্যমে বড় পর্দাতেও তার প্রতিভার ছাপ রেখে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার অভিনয় দক্ষতা এবং লাস্যময়ী উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে পরিচিত করে তোলে।
তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি।
প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি