একই দিনে সুখবর দিলেন দুই অভিনেত্রী
ছবি: সংগৃহীত
আবারও মা হলেন টালিউড কুইনখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের জন্ম দিলেন সিনিয়র এই তারকা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ গ্রহণ করলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের সুখবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। সেখানে অভিনেত্রী লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সবাই তাকে অভিনন্দন জানাতে থাকেন।
এদিকে একই দিনে একই সুখবর নিয়ে হাজির হলেন আরেক অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনিও মা হয়েছেন। কোয়েল দ্বিতীয়বার মা হলেও রাধিকার এটি প্রথম সন্তান। তার কোল জুড়েও এসেছে কন্যাসন্তান। তবে রাধিকা মা হয়েছেন এক সপ্তাহ আগে।
কিন্তু গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভালোবাসাভরা ছবি শেয়ার করে তিনি তার মা হওয়ার খবরটি সবার সঙ্গে শেয়ার করেন।
ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং। আবার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছি।
ছবিতে দেখা গেছে, একদিকে সন্তানকে স্তন্যপান করাচ্ছেন নায়িকা। একই সঙ্গে ল্যাপটপে কাজে ব্যস্ত।
ভালোবেসে ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল মল্লিক। এরপর ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তার ছেলের নাম কবীর।
অন্যদিকে ২০১২ সালে ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন রাধিকা আপ্তে। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।
নিউজবাংলাদেশ.কম/পলি