শমী কায়সারের জামিন স্থগিত
ফাইল ফটো
রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
এর আগে, শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী ৬ জানুয়ারী আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে গত ১০ ডিসেম্বর শমী কায়সারকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে আজ চেম্বার আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে পুলিশ। এরপর হত্যাচেষ্টা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠায় আদালত।
নিউজবাংলাদেশ.কম/এনডি