`তাণ্ডব` নিয়ে আসছেন শাকিব-রায়হান রাফী জুটি
রায়হান রাফী ও শাকিব খান। ছবি: সংগৃহীত
'তুফান' -এর পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফী জুটি। সিনেমার নাম 'তাণ্ডব'।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
তিনি বলেন, শনিবার (৩০ নভেম্বর) নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম 'তাণ্ডব'। এটির পরিচালক রায়হান রাফী।
তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি।
জানা গেছে, ফুল ফ্লেজড অ্যাকশনধর্মী সিনেমা হবে 'তাণ্ডব'। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ।।
চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় অর্থাৎ কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি