News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ২৭ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:১৬, ২৭ নভেম্বর ২০২৪

আবরারকে নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

আবরারকে নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

আবরার ফাহাদ ও তাকে নিয়ে নির্মিত সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১।’। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।  

সিনেমাটির প্রিমিয়ার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও  প্রিমিয়ার হবে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।

মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় আসাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে এটি নির্মিত হয়। 

সিনেমাটি নিয়ে নির্মাতা জিসান বলেন, আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়। এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।

তিনি  আরও বলেন, বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়