আন্তর্জাতিক প্রিমিয়ারে মন্দিরার `নীলচক্র`
মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত
নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অভিষেক করা সিনেমা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। পেয়েছেন প্রশংসা। দেশের সীমানা পেরিয়ে `কাজলরেখা` মুক্তি পেয়েছে বিদেশেও।
তবে এবার মুক্তির অপেক্ষায় আছে মন্দিরার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। এতে তিনি নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন মিঠু খান। এবার এ সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন নায়িকা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রিমিয়ার হয়। লাস ভেগাসের আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে এ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মন্দিরা বলেন, সিনেমাটির মুক্তির জন্য আমিও অপেক্ষায় আছি। প্রথম সিনেমা দিয়ে সবার বাহবা পেয়েছি। আশাকরি এটিও সবার পছন্দ হবে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রিমিয়ারে সবাই সিনেমাটির প্রশংসা করেছে। তাতে প্রত্যাশা আরও বেড়ে গেছে।
নির্মাতা জানান, প্রদর্শনী শেষে দর্শকরা প্রশংসা করেছেন ছবিটি নিয়ে। এবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই দেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
মিঠু খান বলেন, আমেরিকান ফিল্ম মার্কেটে নীলচক্র প্রিমিয়ার হয়েছে। এটি বাংলাদেশের সিনেমার জন্য ইতিবাচক। হলিউড-বলিউডের প্রায় ৬০০ মানুষ উপস্থিত হয়ে সিনেমাটি দেখেছেন। তারা সবাই সিনেমার প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেকেই বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। আশা করি এভাবে আমাদের সিনেমার দ্বার সারা বিশ্বে উন্মোচিত হবে।
নির্মাতা আরও বলেন, নীলচক্র মুক্তির জন্য আমরা প্রস্তুত, সার্বিক বিবেচনায় কিছুদিন অপেক্ষা করতে চাই। এখনো দেশে সিনেমা মুক্তির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। আশা করছি, আগামী দু-এক মাসের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা প্রাথমিকভাবে একটা ডেট নির্ধারণ করেছি, তবে এখনই তা প্রকাশ করতে চাইছি না। আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করব।
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সে সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।
এতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীসহ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ ছাড়া এ সিনেমায় মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী বালামকে।
নিউজবাংলাদেশ.কম/পলি