News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ২৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:২২, ২৩ নভেম্বর ২০২৪

‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা অরুণ চক্রবর্তী মারা গেছেন

‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা অরুণ চক্রবর্তী মারা গেছেন

বহুল জনপ্রিয় ‘লাল পাহাড়ির দেশে’ শিরোনামের গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী । ছবি: ইন্টারনেট

বহুল জনপ্রিয় ‘লাল পাহাড়ির দেশে’ শিরোনামের গানের স্রষ্টা ভারতীয় কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন।

পশ্চিমবঙ্গের চুঁচুড়ার ফার্ম সাইড রোডে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কবি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বহু কবিতা লিখলেও অরুণ চক্রবর্তীকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল তার ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ গানটি। তার রচিত এই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে।

এই গানে সুর দেন ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী।

শারীরিকভাবে ‘অশক্ত’ এই কবি শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল তার।

কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল।

সকালে অরুণ চক্রবর্তীর মরদেহ চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে মুক্তমঞ্চে মরদেহ রাখা হলে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অনেকে।

কলকাতার বাগবাজারে ১৯৪৬ সালে জন্ম হয় অরুণের। পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করলেও ছিলেন পুরোদস্তুর কবি। থাকতেন চুঁচুড়ায়।

অরুণের চর্চার বিষয় ছিল লোকসংস্কৃতি। কিছুটা বোহেমিয়ান জীবন পছন্দ করা এই কই ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়।

তার পরনে থাকল লাল পোশাক, মাথায় বাঁধতেন রঙিন রুমাল। কবির কাঁধের ঝোলায় থাকত চকলেট। ছোটোদের দেখলে বা নতুন কারো সঙ্গে পরিচিত হলে হাত মিলিয়ে চকোলেট দিতেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়