দর্শক চাইলেও মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা টু’
‘পুষ্পা ২—দ্য রুল’-এ আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতের আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এর দ্বিতীয় কিস্তি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। সেই ধারাবাহিকতায় ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা টু’। সিনেমাটির মুক্তি নিয়ে এখানে দর্শক উত্তেজনাও ছিল তুঙ্গে। তবে সিনেমাটির মুক্তি আটকে আছে বলে জানা গেছে।
তথ্য ছিলো, ছবিটি একসঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। এরমধ্যে মুক্তির তারিখ ৫ ডিসেম্বর চূড়ান্ত হলেও, সেটি যে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না, সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশের আমদানি-রফতানি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন আগেই জানিয়েছিলেন যে, সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে তিনি বলেন, সম্প্রতি আমার একটি সিনেমা ‘দরদ’ দেশ ও দেশের বাইরে মুক্তি পেয়েছে। আপাতত এই সিনেমাটির অন্যান্য দেশে আরও মুক্তি ও প্রচারণা নিয়েই ব্যস্ত থাকায় এখন অন্য কিছু নিয়ে খোঁজ নিতে পারছি না বা জানি না। ‘পুষ্পা ২’ মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। তারা অনুমতি দিলে তবেই আমরা মুক্তির বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারব। চেষ্টা তো আছে সিনেমাটি একইদিনে দেশে মুক্তি দেওয়ার। আপাতত আমার সিনেমাটির কাজগুলো শেষ করি তারপর ওই সিনেমাটি নিয়ে এগোব।
গত রবিবার পাটনার গান্ধী ময়দানে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে ‘পুষ্পা ২’ ট্রেলার লঞ্চ করা হয়। সেদিন এই অনুষ্ঠানে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানাকে এক ঝলক দেখার জন্য বহু দূর থেকে এসে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। আল্লু-রাশমিকা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সিনেমাটিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৩০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন আল্লু অর্জুন, যা রীতিমতো রেকর্ড।
নিউজবাংলাদেশ.কম/পলি