News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৩, ২০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:০৪, ২০ নভেম্বর ২০২৪

‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ গীতিকার আব্দুল কাদির আর নেই

‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ গীতিকার আব্দুল কাদির আর নেই

গীতিকার আব্দুল কাদির হাওলাদার। ছবি : সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ প্রখ্যাত এই গজলের গীতিকার আব্দুল কাদির হাওলাদার।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গনসহ সর্বত্র। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে....’ গজলটি আজও মুগ্ধ করে বাংলাদেশসহ বিশ্বের কোটি বাঙালি মুসলমানকে।

গীতিকার আব্দুল কাদিরের জানাজা বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

গীতিকার আব্দুল কাদির হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

শোকবার্তায় তিনি বলেন, 'আব্দুল কাদির হাওলাদার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৭ থেকে ৮ বছর আগে থেকে। প্রায়ই পল্টনে দেখা হতো, কথা হতো, একসঙ্গে চা খেতাম, নাস্তা করতাম। এখন সেই সবই স্মৃতি হয়ে গেছে। মহান রব তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।'

বার্তায় মুফতি ইমরানুল বারী সিরাজী মরহুমের পরিবার ও শোকার্তদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়