এবার সৌদি আরব মাতাবেন জেমস
জেমস। ছবি: সংগৃহীত
দেশের অন্যতম রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। সব সময় কাজের বস্ততায় থাকেন গুণী এই সংগীতশিল্পী। দেশ-বিদেশে কনসার্টেও মাতান তিনি। নতুন খবর হচ্ছে- এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবেন জেমস।
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।
তিনি বলেন, '২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। আয়োজনটিতে বিনা মূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।'
সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নেবে ৯টি দেশ। এরমধ্যে দক্ষিণ এশিয়া থেকে থাকছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। গত ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। পর্দা নামবে ৩০ নভেম্বর।
সৌদি আরব সরকারের প্রত্যাশা এ উৎসবের মাধ্যমে দেশটির সঙ্গে এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় হবে। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি