News Bangladesh

বিনোদন রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ৭ এপ্রিল ২০২১

করোনা কেড়ে নিলো একাত্তরের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীকে

করোনা কেড়ে নিলো একাত্তরের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীকে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন। 

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমকে ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন। 

জানা গেছে, মৃত্যুর আগে রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। এরপর তাঁকে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন।

ইন্দ্রমোহন রাজবংশী ছিলেন লোকগানের শিল্পী। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে থাকেন। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে নিজেকে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়