News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০২, ৩ জুন ২০২০
আপডেট: ০৪:২১, ১১ জুন ২০২০

করোনার মধ্যেই শুরু হচ্ছে অ্যাভাটার-২ ছবির শুটিং

করোনার মধ্যেই শুরু হচ্ছে অ্যাভাটার-২ ছবির শুটিং

করোনাকে সঙ্গে নিয়েই শুরু হচ্ছে হলিউডের রেকর্ড করা ছবি ‘অ্যাভাটার’-এর সিক্যুয়ালের শুটিং।

জেমস ক্যামেরন পরিচালিত এ ছবিটির দ্বিতীয় কিস্তির শুটিং হবে নিউজিল্যান্ডে। এ নিয়ে বিস্তারিত প্রস্তুতিও নেয়া ছিল। কিন্তু করোনাভাইরাসের হানায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। কিন্তু হাল ছাড়েননি পরিচালক।

বিশ্বজুড়ে লকডাউন শিথিল হওয়ায় শুটিংয়ের উদ্দেশ্যে ৫০ জনের একটি টিম নিয়ে বিশেষ ফ্লাইটে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন পরিচালক। সেখানে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। তবে হলিউডের ছবিতে যে ধরনের কাজ করা হয় সেটার জন্য কতটা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা সম্ভব সেটা পরিচালকই ভালো বলতে পারবেন।

প্রসঙ্গত, ‘অ্যাভাটার’ তৈরি হয়েছিল ২০০৯ সালে। চলতি বছর শুটিং শুরু করলেও ‘অ্যাভাটার-২’ মুক্তি পাবে আগামী বছরের শেষের দিকে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়