নোবেলের বাবা করোনায় আক্রান্ত
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত ও সমালোচিত উঠতি গায়ক মাঈনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু।
মোজাফফর হোসেন নান্নু প্রতিনিধিকে জানান, গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পাঠান তিনি। ঈদের দুদিন আগে তার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
শারীরিক অবস্থা এখন বেশ ভালো জানিয়ে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর পরই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, মোজাফফর হোসেন নান্নু বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার ছেলে নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।
নিউজবাংলাদেশ.কম/ডি