মিমের ‘কানেকশন’
মহামারী করোনায় যখন সবাই ঘরবন্দি, বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঠিক সেই সময়েই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রযোজনায় তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে মিমের সঙ্গে অভিনয় করেছেন তাহসান খান।
রায়হান রাফীর পরিচালনায় ‘কানেকশন’ শিরোনামে ১৫ মিনিটের ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন যে যার ঘরে থেকে।
মিম বলেন, “অনেক ছোট বাজেটের একটি কাজ। বলতে পারেন প্রযোজক হিসেবে এই ছোট কাজটির মাধ্যমে আমার অভিষেক হলো। তবে কাজটি করতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি। যা আশাও করিনি।”
“আমার বিশ্বাস আমাদের ঘরে থেকে বানানো কাজটা দর্শকদের ভালো লাগবে,” যোগ করেন তিনি।
ঈদ উৎসবে মিমের ইউটিউব চ্যানেলে ‘কানেকশন’ মুক্তি পাচ্ছে বলেও জানান তিনি।