News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৮, ২৩ মে ২০২০
আপডেট: ০৬:২৮, ২৩ মে ২০২০

শিল্পী সমিতিতে অর্থ সহায়তা দিলেন রোজিনা

শিল্পী সমিতিতে অর্থ সহায়তা দিলেন রোজিনা

মহামারি করোনার কারণে থমকে গেছে গোটা বিশ্ব। অন্যান্য অঙ্গনের মতো চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন অসচ্ছল শিল্পীরা। এরই মধ্যে এসব শিল্পীর পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন তারকা।
এ তালিকায় রয়েছেন- ফরিদুর রহমান সাগর, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, কনকচাঁপা, শিল্পী, জায়েদ খান প্রমুখ। এবার এতে যুক্ত হলেন চিত্রনায়িকা রোজিনা।
শুক্রবার শিল্পী সমিতির কার্যলয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খানের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি।
নগদ অর্থ ছাড়াও কেউ কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, “দেশের এই দুর্যোগে শিল্পীদের সহযোগিতায় যেসব ব্যক্তি এগিয়ে এসেছেন, তাদের শিল্পী সমিতি আজীবন স্মরণ করবে। আর্থিক সহযোগিতা ছাড়াও অনেকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।”
ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে শিল্পী সমিতি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো সংকটে থাকা শিল্পীদের সহযোগিতা করে সংগঠনটি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়